পুরনো তোশক তুলে ধরলে নাকে আসে
সাবেকী গন্ধ সহসা
স্মৃতিপরিখায় ভেসে ওঠে হাঁস-মুরগীর দল
তোশকের ধারে ধারে মোটা সেলাই থেকে
ছিটকে বেরিয়ে শীতকালীন ঘ্রাণ
আরো দেখি। লেগে আছে দুরন্তবেলার শ্রম
কীভাবে যেন চোখ পড়ে নান্দীমুখে
ডায়েরির ভাঁজে স্থবির চিত্রলিপিসম
আমার পুরনো আমি বলে ওঠে-
হাত পাতো, এনে দেব অবিক্রিত মেটামরফসিস।