কবিতায় অনির্বাণ চ্যাটার্জ্জী
শেষ দিন
শেষ দিন কেউ বুঝতে পারে না
জীবনের ওপর হয়তো ভরসা থাকে
শেষ দিনেও তাই স্বপ্ন দেখতে বাধা নেই
#
পাতার চোখ দুটো হয়তো বেঁচে রয়ে গেলো
কিন্তু সেগুলো আর চিনতে পারে না প্রিয়জনদের
#লোকটা হতে পারে ধীরুভাই আম্বানী
কিংবা বন্ধ চা বাগানের শ্রমিক
তাতে কি হলো!
#কে কতক্ষণ স্বপ্ন দেখবে ঠিক করে দেয় কোথাকার এক অন্ধ বাউল
ক্ষ্যাপা তুই,না জেনে তোর আপন খবর
যাবি কোথায়!”