একগুঁয়ে ছেলেটার মস্ত সে মাথা
স্কুলে যায় হেঁটে যেন একখানি ছাতা!
শোনে না সে কারও কথা উল্টোটা করে
সাদা জামা বললে সে ময়লাটা পরে।
বুদ্ধিটা তবে তার জানো কতখানি,
প্রতিবার এক্সামে পেত জলপানি!
সাহসে অপার ছিল ভরা তার বুক,
দুঃখীদের দান করে পেত ভারী সুখ!
দীন ছিল নিজে তবু হীন নয় মনে,
পাশে থেকে সেবা করে আর্তজনে।
তাই তার পরিচয় নয় ধনে মানে,
দয়ার সাগর সে যে সকলেই জানে।
একগুঁয়ে সেই ছেলে মহীরুহ হয়,
বিভেদের বেড়া ভেঙে ডাকল প্রলয়!
ধর্মের মূলে করে কুঠারের ঘাত,
শিক্ষার আলো জ্বেলে আনল প্রভাত।
জাতির ভাগ্য হল যার হাতে লেখা,
সব ভার কাঁধে নিয়ে দাঁড়াল সে একা!
সেই ছেলে একগুঁয়ে মানল না হার
জেদ তার ধরে রাখে কার্মাটাঁড়
জেদ তার রাখে শুধু কার্মাটাঁড়…