মেহেফিল -এ- শায়র অনিকেত সুর

ভীড়ের ভিতর থেকে

(প্রিয় ও প্রণম্য মানুষ মাসুদ করিম স্মরণে; তাঁর অকাল তিরোধানে) 

ক্ষরিত রক্তের যে-চিহ্ন ঢেকে উঠে আসে
তোমার সকাল, গায়ে তার লেগে আছে অশোধ্য ঋণ
আমাদের তাবৎ মধ্যপাড়া।
সিঁড়ি ভেঙে ভেঙে উঠবার আগে
ওখানে রেখেছি পা। ফেরারী সভ্যতার মুখ জুড়ে
তুমি এক অবিকল্প নাম — যেন ভীড়ের ভেতর থেকে
শুধু একদণ্ড দেখেছি তোমাকে।
ওই মুখ বুকের গভীরে নিয়ে হারাই
ভীড়ের ভিতরে আবার —
অগণ্য মানুষের স্রোতদেহলীন
নামহীন ভেসে যাই নিরুদ্দেশ
আমাকে কি দেখেছো তুমি? না, দেখো নাই।
এই ক্ষণদণ্ডকাল দেখা-না-দেখার গল্প তুলে নিই হাতে,
প্রাণের সবুজে। আমাকে দেখো নি তুমি, কী এসে যায়!
আমি তো দেখেছি তোমাকে…
ওই দৃশ্য বুদ্বুদ ভেঙে-পড়া ঢেউয়ের বুক জুড়ে বাজে…
বেজে চলে অবিরাম …
অনশ্বর, অবিচ্যুত, স্বপ্নবিদ্ধ, নিরন্ধ্র, সকাম…
Spread the love

You may also like...

error: Content is protected !!