কবিতায়ণে হীরক বন্দ্যোপাধ্যায়

সাদা চোখে যা দেখা যায় না

যেখানেই যাই আমার কাধে তোমার হাত
যদিও আমি তোমাকে কখনো কোনোদিন
স্পর্শ করিনি, এক একবার ডুবে যাওয়ার কালে
মনে হয় দেখি,দেখিতো কতখানি শক্তি
রাত বারোটায় কি একটায় যে যায় সে
কিছু দেখে না, এই বোধে মানুষের আত্মা
বিজড়িত ,নিচু হয়ে ঝুঁকে
জুতোয় লেশ লাগানোর কালে
সন্ধ্যায় প্রত‍্যুষে গোধূলি বেলায়
সাইরেনের বিকট শব্দে ,চৌধুরীদের চকমিলানো
অট্টালিকায় …সব বিষাদের স্বাদ
জানা হয়ে গেছে
তারপর দিন রাত দিন পেরোতে পেরোতে
মানুষের উদাসীনতায় পরাণবন্ধুদের নিস্পৃহ
তাকানোয় আর কলিগদের বেবুনসুলভ
ন‍্যাকামিতে আমার চোখের রক্ত আরো গাঢ় হয়েছে সাদা চোখে যা দেখা প্রায় অসম্ভব
মাইরি বলছি কাধ থেকে এবার হাত ওঠাও
আমাকে আমার মতো থাকতে দাও……

করোনা

সবাই তাকিয়ে আছে করোনার দিকে
হাসপাতাল থেকে হাসপাতালে কেউ ছাড়া পায়
ফিরে আসে মৃতের মিছিলে
চলে ইউরোপ আমেরিকা স্পেনে
ভাসছে ডুবছে ইতালি পাউলো রোসির দেশ
মাঝখানে নিয়তি হাতে গ্লভস্ মুখে মাস্ক
আ্যলকোহল স‍্যানিটাইজার
এখন সবার নি:শ্বাস বন্ধ লকডাউন চলছে…
তার ই ফাঁকে জনতা কারফিউ
উলু শঙ্খধ্বনি মোমবাতি জ্বালিয়ে
ষাট টাকা আটা …ওদিকে লাল গেঞ্জি ঝাকড়া চুল বসে আছে কালোবাজারি আজ কিংবা কাল
আর কিছু বলতে গেলে সাধারণ মানুষের ও
খিচে দেবে খাল ,সেও ঠিক সন্ধ্যায়
আসলে মানুষ যে কতো অসহায়
ডাক্তারে ডাক্তারে ছয়লাপ ওষুধ নেই
জল আছে জল শুধু খাওয়ার জলের অভাব
তবুও এই কুড়ি কুড়িতে বেচে থাকা আজও বিস্ময়…হে করোনারি তুমিও বিশ্রাম নাও
জলটল খাও লোকজন তোমায় মনে রাখবে
হলফ করে বলতে পারি এবার নোবেল তুমিই পাচ্ছো…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।