• Uncategorized
  • 0

“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় অজন্তা রায় আচার্য্য

মুখোমুখি

সূর্য যখন আসনপিঁড়ি হয়ে পাটে বসে,
আকাশ বাতাস কে পড়ায় গেরুয়া বৈরাগ্যের দর্শন।
দার্শনিক হতে গেলে দর্শনের বই যে পড়তেই হবে–
এ কথার কোনো ভিত্তি নেই।
প্রকৃতিই পড়িয়ে দিতে পারে দর্শনের পাঠ,
শুধু একাত্ম হতে হবে।
দিনের পথের বুঝি অবসান হয়ে এলো,সূর্য শয্যায়
গভীর নিস্তব্ধ আঁধারের চাদর নেমে আসছে
কোথাও একটা ঝড় উঠেছে, শুধু তার কোলাহল
তারারাও মেঘের জালে দৃকভ্রষ্ট
কাছেই কোথাও পাড় ভাঙছে বোধ হয়,
এত শূন্যতা চারিধারে ,এও কি কখনো ভরা সম্ভব!
নিশ্ছিদ্র অন্ধকারে একলা বসে আছি ,মুখোমুখি রবীন্দ্রনাথ।
নিঃসঙ্গ অন্ধকার ভেতর ঘরে একখানি প্রদীপ জ্বলজ্বল করছিল ,
ঠিক কতক্ষণ ধ‍্যানস্হ ছিলাম জানিনা
চোখ খুলে দেখি শান্ত প্রকৃতি দিনের শুভারম্ভের হলুদ মেখেছে ।।
Spread the love

You may also like...

error: Content is protected !!