• Uncategorized
  • 0

অণুগল্প সুদীপ্তা চট্টোপাধ্যায়

বাসস্হান  

অফিস থেকে এসেই নীহার চমকে উঠলো৷ গ্রামের বাড়ি থেকে সব এসে হাজির হয়েছে৷ বদ্ধা মা,ছোট ভাই৷ সোমা কে খুব গম্ভীর দেখাচ্ছে৷ রান্না ঘরে কি যেন একটা করছে৷ নীহার এগিয়ে গিয়ে বললো, কি ব্যাপার মা ৷ তুমি! কাউকে কিছু না জানিয়ে৷
রমেন দাদার দিকে এগিয়ে এল৷ আমার চাকরি টা আর নেই দাদা৷ কারখানা টা বন্ধ হয়ে গেছে৷ মায়ের শরীর টা ভালো নেই৷ অপারেশন করতে হবে৷ ওপেন হার্ট৷ তাই স্নিগ্ধা বললো, তোর কাছে রাখতে৷
ভায়ের কথা শুনে বিনা মেঘে বজ্রপাত পড়লো নীহারের মাথায়৷ সোমার হাত থেকে বাসন গুলো পড়ে গিয়ে ঝন ঝন শব্দে সারা বাড়ি ভরে উঠল৷ শুধু সোফার মধ্যে বসে থাকা অসহায় এক বৃৃদ্ধা করুণ দৃৃষ্টিতে দুই ছেলের দিকে তাকিয়ে রইল৷
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।