এই রাগ ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সকল রাগের মধ্যে অন্যতম কারণ এটি হিন্দুস্থানী রাগ সংগীতের অঙ্গ হয়েছে দক্ষিণী কর্ণাটকী ঘরানা থেকে।
মূলত এটি কর্ণাটকী ঘরানার রাগ এবং পরবর্তীকালে এটিকে হিন্দু শাস্ত্রীয় সংগীতের অন্তর্ভুক্ত করা হয়।
এই রাগটি গাইবার সময় বলা হয় রাত্রি দ্বিতীয় প্রহরে।
এই রাগের চলন এবং এই রাগের বাদী ‘সা’ এবং সমবাদী ‘গা’ এর সৌন্দর্য কে আরও ফুটিয়ে তুলেছে।
এই রাগটি বিলাবল ঠাটের অন্তর্গত এবং এইরাগ টি ভারতীয় হিন্দু শাস্ত্রীয় সংগীতের বিভিন্ন ঘরানার গায়ক রা বিভিন্ন নতুন বন্দিশের মাধ্যমে গেয়ে থাকেন।
হংসধ্বনি যেহেতু কর্ণাটকী ঘরানা থেকে উদ্ভূত তাই এর চলনের মধ্যে আমরা সেই রস অনুভব করতে পারি।
পরবর্তীকালে বিভিন্ন ক্ষেত্রে অসংখ্য চলচ্চিত্রের গানও এই রাগে সৃষ্টি করা হয়েছে ।