• Uncategorized
  • 0

স্মরণে

১৯৬৪ সালে আজকের দিনে ফরাসি দার্শনিক সাহিত্যিক জাঁ পল সার্ত্র নোবেল সাহিত্য পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করেন। চিন্তা জগতে বিপুল অবদানের জন্য সার্ত্র কে সাহিত্যে নোবেল পুরস্কারে মনোনীত করা হলে তিনি পুরস্কারের অসারতা নিয়ে মতপ্রকাশ করেন। তিনি জানান, তিনি সব সময়েই অফিসিয়াল সম্মান কে পাশ কাটিয়ে গিয়েছেন। আরো বলেন, একজন সাহিত‍্যিকের পক্ষে নিজেকে একটি প্রতিষ্ঠানে পরিণত করা ঠিক নয়।’ নানা বিষয়ে মৌলিক চিন্তার দ‍্যুতি ঠিকরে ওঠে সার্ত্র’র কলমে। ‘When the rich wage war, it is the poor who dies’, বলেছিলেন জাঁ পল সার্ত্র।
বিবাহ, বিবাহিত জীবন যাপন নিয়েও সার্ত্র’র ভিন্ন ধরনের মত ছিল। সিমোন দ‍্য বুভুয়া নামে অসাধারণ বিদূষী বুদ্ধিজীবী মহিলার সাথে তিনি জীবন যাপন করতেন, কিন্তু বিবাহ নামের সামাজিক প্রতিষ্ঠানকে নিজেদের জীবনে সার্ত্র ও বুভুয়া গ্রহণ করেন নি। সার্ত্র ১৯০৫ সালে জন্ম গ্রহণ করেন। ১৯৮০ সালে মারা যান। সিমোন দ‍্য বুভুয়া ১৯০৮ সালে জন্মেছিলেন। তিনি নারী মুক্তি আন্দোলনের প্রবক্তা ছিলেন। তিনি ফ্রান্সের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার পেয়েছেন। ১৯৮৬ সালে বুভুয়া প্রয়াত হন।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।