সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস by TechTouchTalk Admin · Published March 5, 2020 · Updated May 18, 2020 পাগল এই পৃথিবীর পাগলখানায়, কেউ পড়ে নি বাদ। কেউ প্রকৃত পাগল বা কেউ সেজেছে উন্মাদ। ভক্তিরসে পাগল নিমাই, শক্তিরসে বামা , ক্রিকেট পাগল মহারাজা লর্ডসে ওড়ায় জামা। পাগল ফকির ঘর ছেড়ে দেয়, পথ মানে যে সবই ! প্রেমের দামে দু:খ কেনেন পাগল মহাকবি । টাকার প্রেমে মত্ত কেহ , মস্ত সে পাগলামি , সবটুকু কেউ বিলিয়ে কেনে সুখের সালতামামি। ধর্ম নিয়ে পাগল বা কেউ, জাত ধরে দেয় টান , ধর্ম ছেড়ে আর এক পাগল শুনিয়ে গেল গান ।। ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 মার্গে অনন্য সম্মান সুতপা ব্যানার্জী(রায়) (সর্বোত্তম) June 1, 2022 by TechTouchTalk Admin · Published June 1, 2022