সাতে পাঁচে কবিতায় কৌশিক দাস
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অপেক্ষার শব্দাবলী
কথা ফেলে রেখে চলে যায় ভিনদেশী,
আমরা নিথর পড়ে থাকি ফাঁকা হাতে।
ফেরা না ফেরার শিল্পিত ব্যবধানে,
টুপটুপ হিম নেমে আসে মাঝরাতে।
চিরদিন যারা ঘর ছাড়া পরিযায়ী,
এপিটাফ মুছে হয়নি তাদের ফেরা।
চলে যেতে যেতে নীরব রৌদ্র মেখে,
পথের গ্রন্থি ভুলে যায় পথিকেরা।
তবুও আমরা শীত এলে আলো জ্বালি,
ঘর ভুলে বুনি সোয়েটার বারেবারে।
যারা চলে যায় অন্য আলোর কাছে,
কখনও ফেরেনি দু ফোঁটা অশ্রুভারে।
আলোর পেছনে বড় হয় ক্রমে ছায়া,
মেঘে মেঘে বাড়ে দ্রাঘিমার খুনি জাল।
তোমার কাছেই মহার্ঘ ছিল যা যা
পরিযায়ী তাকে ভেবেছিল জঞ্জাল।
আজ থেকে এসো আমরা ফন্দি করি,
পোড়া স্মৃতি ক্ষতে লাগিয়ে রাখবো চারা।
যদি কোন দিন আলোয় অালোয় ফিরে,
ছায়া মেখে নেয় পরিচিত বানজারা।