সরস্বতী পুজো স্পেশালে প্রিয়াঙ্কা রায়
সময় পেরিয়ে
তেইশটা বসন্ত পার করে এলাম
আজো হতাশার সাথে চোখাচোখি হয়নি।
আর তুমি আসার পর
হতাশার মরুদ্যানে পরিণত হলো জীবন
মনে প্রশ্ন জাগে কেন এলে তুমি জীবনে
বলতে পারো?
সব এলোমেলো করতেই কী তোমার আগমন?
তবে তোমার না আসাটাই শ্রেয় ছিল।
হয়তো সময়ের এই জাল টপকে
নিজেকে একদিন সাজিয়ে নেবো নতুন রুপে
অন্য কোনো আস্তানায়।।