প্রতি রবিবারের মতো এবারেও হইচই নিয়ে এলাম। গুচ্ছ বা সিরিজ কবিতা থেকে লিখছেন তিনজন কবি। বাকি তিনটি কবিতা তরুণদের। মুড়িমুড়কি বিভাগে বল্টুদা তো থাকছেই, যশোবন্ত বসুর কুকুরটিকেও চিনে রাখুন এবার। গল্পে সুজাতা আর সুব্রত দুই ধারার। অনুবাদে জর্জ স্বেদের ধারাবাহিক হাইকুর সঙ্গে নবীন অনুবাদকের করা রাশিয়ার কবিতা রইল। সর্বোপরি প্রকল্পশ্রীরিয়্যাল! স্বনামধন্য চিত্রকর জয়ন্ত ঘোষালের দুটি ছবি আমাদের চিত্রিত করেছে। এই পর্যন্তই এবার। পড়ুন পাঠক। আমাদের সঙ্গে থাকুন।