• Uncategorized
  • 0

ফার্স্ট স্টপ

ফার্স্ট স্টপ

আজ দুটি জন্মদিনর খবর আছে
১. ভজন দত্ত। কবি, গদ্যকার আমাদের প্রধান সম্পাদক (যদিও কেউ ওটা বলে মানিনা, অনলি দাদা)। ওকে ফোন না করলে আর ওর পুত্র (‘ওর বাপ’ পড়ুন) না বললে জানতেই পারতুম না
২. দ্বিতীয়জন অমর্ত্য বিশ্বাস। আজ্ঞে হ্যাঁ, খবর আছের সেই ফেরিওয়ালা যে প্রতি সপ্তাহে সাহিত্যের হালহদিশ শোনায় আমাদের। ও কবিতাও লেখে। চিলেকোঠার সম্পাদকও বটে।
ওদের শুভ জন্মেছিলে দিনের সিঁড়িময় সোনালি রোদের শুভেচ্ছা
কবিতা বাতিল করার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। যেটা আছে তা হল একটু আগিয়ে থাকা বুননকে গুরুত্ব দেওয়া।
ধরাযাক ৫০ টি কবিতার লক্ষ্যমাত্রা কোনো ম্যাগের আছে কিন্তু জমা পড়েছে ৫০০। সেক্ষেত্রে একটু এগিয়ে থাকা বুনন গুরুত্ববহ মাত্র। বাকী ৪৫০ অকৃতকার্য নয়। হতেও পারে না। বিশ্বাস করিনা।
অক্ষমতা ম্যাগাজিনের, ব্যর্থতা কবির না।
                                                   শাল্যদানী
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।