মাত্র ১৯ বছরের ছেলেটি নিজের মেধার জোরে হয়ে গেলেন ‘বিদ্যাসাগর’। ২১ বছর বয়সে হলেন সাহেবদের জন্য প্রতিষ্ঠিত ‘ফোর্ট উইলিয়াম কলেজ’এর প্রধান পণ্ডিত।তিনি কি নাস্তিক ছিলেন!কেউ কি তাঁর পূজা-আর্চা নিয়ে বলেছেন কোথাও। কেনই বা তিনি একদিন সব ছেড়েছুড়ে চলে গেলেন কর্মাটাঁড়! অসম্ভব বর্ণময় তাঁর জীবন ও কর্ম।
১৮২০ থেকে ২০১৯, হ্যাঁ,আমরা তাঁর দুশো বছরের জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে চাই, আপনাদের লেখা দিয়েই। এই প্রাতঃস্মরণীয় মানুষটিকে নিয়েই আগামী ২৫সেপ্টেম্বর’১৯ প্রকাশিত হবে আমাদের বিশেষ সংখ্যা। আগামী ২৪/৯/২০১৯ রাত ১২টা অব্দি লেখা নেওয়া হবে।লেখা পাঠান নিজের একটি ছবি ও পরিচিতিসহ, একটিই মেলে।
পাঠান নীচের মেল অ্যাড্রেসে-