আদি পিতা আদম আর আদি মাতা হাওয়ার জন্য আমার
দুঃখ হয় প্রবল, মায়া বোধ করি দীর্ঘ।
…জীবনের প্রথম উপার্জনে আব্বার জন্য আমি
কিনেছি চশমা, আম্মার জন্য স্বর্ণের চেইন।
আদম আর হাওয়া জীবনে প্রথম ফসল ফলিয়ে
তাকিয়েছিল ওপরে, যেখানে আকাশ থাকে,
যেখানে নক্ষত্র থাকে। থাকে না শুধু পিতা অথবা মাতা
অভিযোগ
দীর্ঘ ছায়া নিয়ে বাজপড়া তালগাছের নিচে একদিন শাড়ি পরে দাঁড়াবেন, ছবি তুলব।