মেহেফিল -এ- শায়র অনুপম দাশশর্মা

ঘুমকাড়া দিনলিপি

যেন খুলে গেছে রসাতলের দুয়ার
বিদ্বেষের তীব্র কটু গন্ধে মাতোয়ারা
আশমান-জমিন
অজস্র চোখে ঘুরছে অনস্তিত্বের প্রশ্ন
দম্ভের পা ভিজে যাচ্ছে রক্তসড়কের জলে।
কোথায় ঘুমন্ত পাহাড় !
ডেকে বলা যেত, আসো নেমে
দ্রোহের রেখা বরাবর।
অসহায় কলম ! বেরোয় না নখের আঁচড়
নিশিডাকা রাতে কলমে উঠে আসে
আত্মালালিত গর্জনের অনিবার্যতা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।