প্রয়াণদিবসে শ্রদ্ধা

ম্যাক্স প্ল্যাঙ্ক। বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী। শক্তি যে কোয়ান্টা হিসেবে চলে, ১৯০০ সালের গোড়ায় সেই কথা বলেছিলেন। তাঁর চিন্তা অবলম্বন করে পদার্থবিজ্ঞানের সম্পূর্ণ নূতন এক শাখা কোয়ান্টাম ফিজিক্স এর সূচনা হয়। সেজন্য ১৯১৮ সালে নোবেল পুরস্কার পেয়েছেন। আজ তাঁর প্রয়াণ দিবস। ১৯৪৭ সালে মারা যান। জন্মেছিলেন ১৮৫৩ সালের ২৩ এপ্রিল তারিখে।
লিখেছেন – মৃদুল শ্রীমানী