মেহেফিল -এ- শায়র দ্বীন মোহাম্মাদ দুখু

রাষ্ট্র, বুদ্ধি পোকারা এবং অন্যান্য

কবিতা নম্বর-১ঃ খুলি ও রাষ্ট্র 

কয়েকটি খুলি।
এতটুকু ঘিলু।
মাথার উপরে রাষ্ট্র।
রাষ্ট্রের উপরে মাথা।
মাথা নড়লে পরে রাষ্ট্র নড়ে
রাষ্ট্র নড়লে মাথা নুয়ে পড়ে।

কবিতা নম্বর-২ঃ ঘিলুর ভেতরকার পোকা

তগবগে তাজা ঘিলুর ভেতরের পোকা
হরেক বাহারের
হরেক আকারের
‘বুদ্ধি পোকা’
বুদ্ধি পোকারা হেথা যে গর্তে পড়ে
রাষ্ট্রের অধম মল সে দিকে সরে
জল ঘোলা করে, ছিটায়, ঘুরে ফিরে

কবিতা নম্বর -৩ঃ রাষ্ট্রের মল ও বুদ্ধি পোকা

বুদ্ধি পোকারা মাছ ধরিবে
ছিপ ফেলেছে জলে,
হাতে ধরিবে না
ধরিবে এবার কলে,
আধার দিয়েছে বিষ ফল
রাষ্ট্রের মল বদ্ধ বোকা
বুঝবে ক্যামনে এমন ছল?
হামলে পড়েছে আধার লোভে,
বুদ্ধি পোকারা ফায়দার ক্ষোভে।

কবিতা নম্বর-৪ঃ রাষ্ট্রের আধার

বুদ্ধি পোকারা সই পাতে
রাষ্ট্রের আধার ডাকি,
আধারের কলম বুদ্ধি পোকার গুণ গায়
দিয়ে বামের গুণ ফাঁকি,
রাষ্ট্রের আধার ও বুদ্ধি পোকার
খাওয়া দাওয়া হয় ভালো,
ডুবলে ডুবুক রাষ্ট্র খানি
আসুক আঁধার কিবা অনিশার কালো ।

কবিতা নম্বর-৫ঃ রাষ্ট্রের বাম

এতো রাষ্ট্রের বাম
নাই’কো তার দাম
সুশীল।সাদা।আদমি রবে যদিও;-
রাষ্ট্রের আলো মিটিমিটি হলে
দায়ভার তার, এমনকি বিবাদীও ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।