সাপ্তাহিক ধারাবাহিকা -তে বিতান মুখোপাধ্যায় (পর্ব – ৩)

রাগে অনুরাগে
মেঘমল্লার :
অনেকটা বৃষ্টিভেজা দুপুর, শহরতলিতে জল জমেছে
লোকেরা তাদের হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে টপকে টপকে রাস্তার খানাখন্দে জমে থাকা জলগুলো কে একটু তাচ্ছিল্য ভরা মনভাব দেখাচ্ছে
নিউটাউনের এক কুড়িতলা ফ্ল্যাটের ছাদে রূপকথা নামে মেয়েটি মেঘলা আকাশের দিকে তাকিয়ে গেয়ে চলেছে ‘মেঘমল্লার’ রাগ
রূপকথার নিজের জীবনে যে রূপকথার রাজপুত্তুর সে তাকে গতকাল থেকে কোনো ফোন করেনি, তাকে ফোনে পাচ্ছে না সে
আর সবাই তো জানি যে বৃষ্টি পড়লেই তো সব থেকে বেশি মনের মধ্যে মূহুর্তরা দৌড়তে আরম্ভ করে