গুচ্ছ কবিতায় মৌমিতা পাল

বানজারা
আমার নীল দেহে বাঁশ লাগলে
জল গড়িয়ে যায়,
দুপুর গড়িয়ে যায়।
তোর চানের পুকুরে ডুব দিতেই দেশলাই ভাসে!
তবু তো চিনি রাধাকেই-
তোর ঘর কোথায় বানজারা?
হারিয়ে যদি ফেলেছিই
তবে খুঁজো না।
লুপ্ত থেকে অবলুপ্ত হতে হতে
হারিয়ে যদি যাই ,ভিজে মেঘে-সাত ই আশ্বিন
পুতুল আর পুতুলানির বিয়েতে।
রাস্তা চলে।
যতোই হোক,
ত্রুটি বিচ্যুতি নড়ে চড়ে কাঁদে
আর বর্তমান এখনো ঘটমান।
শিল্পের নামে সব তৃষ্ণা ভুলে যাই।