• Uncategorized
  • 0

গল্পবাজে পুষ্পল তালুকদার

Had a dream that i had everything i wanted and desired, but when i woke up they weren’t here with me anymore…..
আমার গল্পরা শেষ হয় না,
শেষ হয় না আমার মৃত শরীরের পাশে শুয়ে শব গোনা,
আকাশে ক্রমশ নিয়ম করে ঘনায় অন্ধকার!
আর আমি অন্ধকার থেকে তুলে আনতে থাকি স্বপ্ন নামের এক খন্ড জীবন!
শহরের রাস্তার পাশে অন্ধ কানাই গান গায় অবিরত
” জিনা য়ঁহা মরনা য়ঁহা…”।
আমি আড়াল থেকে শুনি টেলিভিশনের খবরে “দ্বেষ” বন্দীজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ!
শুধু বুঝতে পারি না, আজও নেশার সময় মানুষ কেন বাঁচতে চায়,
আজও মানুষ মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে কেন স্বপ্ন বোনে,
“এয়সা দিন নেহি রহেগা”,
কি বদলালো এত সময়ে, কি বদলানো যায়?
আচ্ছা, আজও খিদের ডেফিনেশন বদলালো কি?
আজও কি সাংবিধানিক বাঁচায় মানুষগুলো বদলালো একটুও?
প্রতিবাদ শব্দটা তো আজও তো স্ট্রেচারে শুয়ে মৃত্যুর অপেক্ষায়….
প্রতিরোধ শব্দটাও আজ উপস্থিত শুধুমাত্র কন্ডোমে!
অন্ধ কানাই কি শুধুই কি একাই বোঝে, “জিনা য়ঁহা মরনা য়ঁহা ” গানটার মানে?
নাকি একটা নাটুকে, মুখোশের সভ্যতায় আমরা সব মৃত নাগরিক!
এই মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে,
এই সময় আমি, তুমি, প্রতিটা গাছ, প্রতিটা নদী, প্রতিটা জীবিত সত্বা- আমরা সকলেই শুধু অন্য এক মৃত দিনের‌ অপেক্ষা করছি!
সত্যি কি নিজেদের আয়নায় আমরা নিজেদের মুখ আর দেখতে পাই?
নাকি গালে, কপালে, সারামুখে রং লাগিয়ে, ঠোঁটে লিপস্টিক ঘষে
সময়ের সার্কাসে একলা দাঁড়িয়ে
অন্ধ কানাইয়ের লিপে নিজেদের গভীরে গাই,
নিজেদের নগ্নতায় গাই,
নিজেদের সত্যিতে গাই,
” জিনা য়ঁহা মরনা য়ঁহা”।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।