নিঃস্ব তালতলা, মেঘে ঢাকা জ্যোৎস্না
সেদিনের কোন স্মৃতি পড়ে আছে কি ?
কাছে যাই, ঝরা-পাতা এসে সামনে দাঁড়ায়
তবু পিচ রাস্তার উপর লিপস্টিক-নারী ।
পুরনো মলিন চাঁদ যার চোখে ও শরীরে ,
স্তব্ধতা ফুল হয়ে , কবরে ছড়ানো ।
অতীত বর্তমানের গায়ে গায়ে জড়ানো
এসব দেখে দেখে আমি স্থির ও অস্থির ।
রক্ত ও থার্ড-পার্সনের চোখের রং লাল
হুমকির বাঁশি বাজে ম্লান সন্ধ্যায় ;
এই পথে আমাদের সেই চেনা গান
থামিয়ে দিয়েছে যে ,ছলে-বলে-কৌশলে
ভন্ড লোকেরা তাকে ‘ঈশ্বর’ বলে ।
সব থেমে যাওয়া তবু লাউয়ের মাচা
পাশাপাশি বাস করে সাপ ও ফসল… !