কবিতায়ণে মানসী কবিরাজ
যৌথ খামার
আমি প্রশান্তি চেয়েছি সে প্রভুত্ব
আমি বৃত্ত আঁকি সে কেন্দ্রের অভিমুখ খোঁজে
আমি শঙ্খচিলের ডানা ধার নিলে
সে নিশ্চিত করে সীমান্ত কাঁটাতার
অথচ সে মাঝি হতে চেয়েছিল
উজান বা ভাটার গদ্য নয়
পারানির কাব্যই তার বেশি প্রিয় ছিল
এখন সে চোঁ চোঁ চুমুকে
গিলে ফ্যালে বেহিসেবি সব লেনদেন
আমি তার প্রতি রোমকূপে
আজও খুঁজি কচি আমপাতা
পাপড়ির ভাঁজে আঁকি শয্যা-বিলাস
সে নিবিড় হিসেবি আঙুলে
মুছে দেয় যাবতীয় স্বপ্ন-তালুক