জন্ম 1955 সালের 5 মার্চ। শৈশব থেকেই দারিদ্রের সাথে যুদ্ধ। বাবা ইউনিয়ন বোর্ডের ট্যাক্স কালেকটর ছিলেন। কিন্তু কমিশনের সামান্য টাকায় সংসার চলতো না। সুতরাং সে কাজ ছেড়ে দেন। ফলে মাতুলালয়ে গমন। সেখান থেকে 1973 সাল উচ্চ মাধ্যমিক। বালুরঘাট কলেজ থেকে স্নাতক 1976 সালে। পরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে বাংলা এবং ইংরেজিতে স্নাতকোত্তর। কালক্রমে শিক্ষকতায় চাকুরি। লেখালেখি সেই স্কুল লাইফ থেকে। 1972 সাল স্কুলের ম্যাগাজিনে প্রথম কবিতা প্রকাশ। লেখালেখি চলছে সমান ধারায়। তিনটি একক কাব্যগ্রন্থ। তাছাড়া ষোলো টি সংকলন গ্রন্থে বিভিন্ন স্বাদের কবিতা প্রকাশ। এখন যবৎ বাঁচি তবৎ লিখি।