কবিতায় স্বপ্ননীল রুদ্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
অনুতপ্ত তিরের কবিতা
বিদ্ধ করার আগে ঘুরে যেতে চায় তির
শর যোজনের ক্ষণ অভিষেক জয়ধ্বনি
দিতে দিতে জ্যা-তে তির স্থাপন করে শ্লাঘায়;
চোখে শাসনের নেশা, প্রদেয় মর্যাদায়
রক্তে উঠেছে ঝড়, ছেদন-চঞ্চলতা;
বোঝে নিক্ষেপকারী, শিকারে নিশানা তাই
দ্রুত লেলিয়ে দিয়েই শোণিত-লালায়িত-
সে চেনে পাত, পতন- শুধু লহুবিম্বিত
ধরাশায়ী বিষয়ের দখল, গ্রাস, কবজা
তিরের সুকৌশলী ছদ্মবেশী প্রয়োগ-
ধনুক ও লক্ষ্যের মাঝে তার হুশ ফেরে
বাতাসে শূন্যতায় নিজেকেই আগে মেরে
সেই মরা তির নিয়ে তির ছোটে অভিমুখে
পরিতাপে বাকি তির এসব রাখছে টুকে…