কবিতায় সম্পা পাল
ম্যানহোল
এ শব্দে বুক কাঁপে ,এক বুক জল দাও
আজ হেঁটে যাই , আবার ফিরবো
শুধু শব্দগুলো ফিরিয়ে নাও
কিংবা লুকিয়ে ফেলো বিগ ব্যাং তত্ত্বের আড়ালে
বসন্ত আসছে বছর পার করে
বসন্তের কবিতা পড়িনি বহুদিন
অস্তিত্ব খুঁজে পাইনি হয়তো
অথচ এ শহরে অগনিত ম্যানহোল এখনও ঢাকনাহীন