কবিতায় সন্দীপ গাঙ্গুলী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নিঃসঙ্গ কোলাহল
নির্জন শহরে নিঃসঙ্গ সুখ
বহমান বসন্তে সাদা কাগজের অভিমান,
জলাশয়ে আঁকিবুকি কাটে
স্বপ্নহীন গাছের ছায়া।
অপেক্ষমান নৌকার
বিষণ্ন অবগাহন,
দীর্ঘ রাজপথ আজ
ক্লান্ত অব্যবহারে,
তার আগলখোলা বুক
ছুঁতে চায় কর্মদিনের ব্যাস্ততা।
সন্ধ্যার পার্কের বেঞ্চ
নিশ্চুপ প্রেমিকের প্রতীক্ষায়।
কানপাতলে শোনা যায়
পাখিদের বন্যলিপি ,
ঘুমহীন রাতে
স্বপ্নের অভিযান।
উদভ্রান্ত মেয়েটার
মুখ ঢেকে যায় অশ্রুধারায়,
দিন গোনে নাবিকের অপেক্ষায়
কোলাহল খেলা করে জঠরের বেদনায়।।