• Uncategorized
  • 0

কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

সময়

গেছে তো অনেক বানভাসি
তবু মেঘলা নরম সেই হাসি
এখনো তো হেসে উঠলেই
আমি দূর থেকে দেখি –
আদিগন্ত নীচু মাঠ
উড়ে উড়ে গাছে বসে পাখি
পাতাবাহারের মতো ফুল
আবার পেরোলে বানভাসি
আমি ঠিক ছুঁয়ে যাবো তোকে ,
দূর থেকে ছলকানো হাসি ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।