নিবিষ্টমনে কিসের যেন মূর্তি আঁকছেন মানুষটি
আনন্দাশ্রু গড়িয়ে পড়ছে পাথরের উপর
প্রত্যুষে সূর্যোদয়ের মতো লাল রঙে নীল মিশে যাচ্ছে
বড় বড় চোখ করে কে যেন তাকিয়ে আছে
পাথরের চেয়ারে বসে কে যেন ঢুলছে
মৃদুস্বরে বলে উঠছে আরিববাস
একফালি চাঁদের আলোয় কে যেন মুখ দেখছে
চোঙাকৃতি একটি মুখ ধরতে চাইছি অনবরত
বুকের বাঁ পাশের পৃথিবীর মতো লাল ছবি