কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা। লেখালিখি মূলত প্রিন্টেড ও ওয়েব ম্যাগে। প্রকাশিত বই তিনটি, ব্লেড রানার, আওকিগাহারা ও জোকিং – আ – পার্ট। বিষণ্ণতা ছাড়া আর ভালবাসা কিছু নেই
বার্ডম্যান
৪
আর ওই পাখিটির শব্দ ঢুকেছে, অ্যালুমিনিয়াম ঢাকা
আড়াই হাজার মিলি জায়গা, সেখানে উড়ছে সে… ওহে
বার্ডম্যান পাখিটির পেটে অভূতপূর্ব শব্দ, সেই নিয়ে
ঢুকেছে সে… করো, স্থানাঙ্কের হিসেব, কিভাবে
কোনখানে স্ফুটনাঙ্কে পাখিটি শিকারী হবে
তার নখ দিয়ে ধরবে আঁকড়ে জল ও স্পাইস…
পাখিটি ঢুকেছে ওই বার্ডম্যান, লেজ তার কসাইয়ের
কাছে, পালক রয়েছে মাটিতে, জায়গা আড়াই হাজার
মিলিতে মেলাতে রয়েছে হলুদ ও লাল… ধনে জিরে
মরিচও খানিক… হেথায়হোথায়… স্বর তার পড়েছে
তারে, শোনো বার্ডম্যান, বার্বাডোস থেকে নিয়ে আসা
স্যাক্সোফোনের ভেতর তার স্বরখানি অ্যালুমিনিয়ামের
৫
এবং এসব দিনে আগুন লাগাও, ওহে বার্ডম্যান, পাখির
ডানা মুচড়ে জলের ভেতর যে ছবি করছে ধুকপুক
লাগাও আগুন, তার পেটে, মাংসে… তার স্কন্ধের পর
অতিরিক্ত সবুজাভ যে দিন আছে জেগে
লাগাও আগুন তা’তে পরিমাণমতো সঠিক প্রণালী মেনে
ওহ বার্ডম্যান পাখিটির পেটে লোহার ফোস্কাটি কি
নিদারুণ আলপনা মাফিক আছে জেগে ওই আঁধারে
তার দিকে লাগাও আগুন এতটাই, যেন তার শাড়ি
আর পাড় ধরে জ্বলে ওঠে ফুল ও ফুলকি,
তাপ তার রাখেনি মাত্রা বেশী সেখানে… তবু পেটের
মাংস খসখস করে আর ওঠে জ্বলে, সবুজাভ
আভা তার… চিৎকারটি স্কেল মাফিক কেবল…