কবিতায় রুনা দত্ত
জীবন মৃত্যু ভালোবাসা – – –
মৃত্যু আর জীবনের মাঝখানে
ভালোবাসা ছুঁয়েই আজও
বাঁচার কথা ভাবি ।
হয়তো এই ভালোবাসা স্পর্শটুকু
হেমন্তের হলুদ পাখির মতো
জেগে থাকে ।
ভালোবাসার ঘ্রাণ চন্দনের মতো
বুকে মেখে নি
অভিযোজিত শরীরে বিন্দু বিন্দু
ভালোবাসা
বৃষ্টির মতো ঝরে পড়ে।
এভাবেই প্রেম বলো
বা ভালোবাসা বলো
আবেশে ভেসে গিয়ে মৃত্যু থেকে
জীবনের কাছে ফিরে আসি।