T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় জয়তী দাস

সিন্দবাদ

তুমি উপন্যাসের কণ্ঠস্বর
নাহলে হয়তো, জানতামই না
প্রতিটা অস্ত্রেরই নিজস্ব কান্না থাকে –

শুধু দেখলাম
লাল আগুন ক্রমশ নীল বলয়ে
সাদা তুষারের ঝড়ে উড়ে গেলো অজানা দিগন্তরেখায় –

দিকচক্রবালে চিলের মতো পাক খেয়ে গেলে
তুখোড় নজর ছিলো তোমার সিন্দবাদ
কোথাও হলোনা নোঙর

কণ্ঠস্বর থেমে গেলে বুঝে নিতে হয়
অতি আশ্চর্য কিছু,
সব জানিয়ে দিয়েছো আগেই!

রাত্রি মখমলের পশমে গুটিয়ে রাখলাম
নাবিকের মহাজীবন…

Spread the love

You may also like...

error: Content is protected !!