কবিতায় রুদ্র অয়ন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
১। নেই কিছু হারানোর ভয়
বুকের গভীরে
আকাশ রেখেছি লুকিয়ে;
বৃষ্টির জন্যে তাই
এখন আর প্রার্থনা নেই।
দেবীর কাছে নেই
আত্মার আকুতি।
চোখের কোণে
লুকিয়ে রয়েছে
এক সাগর।
জলের প্রেমে তাই
পদ্মপাতায় লিখিনা
শিশিরের গল্প।
বুকের গভীরে
লুকিয়ে আছে
এক আগ্নেয়গিরি ;
পুড়ে যাওয়ার
ভয় করিনা আর।
বুকে আমার
একরাশ শূন্যতা।
নেই কিছু হারানোর ভয়।
২। মানুষ উপাখ্যান
এক একটি মানুষ
যেন এক একটি গল্প,
অথবা কেউ কেউ উপন্যাস!
সবারই থাকে বুঝি
নির্দিষ্ট গন্তব্য,
মানুষগুলোই শুধু
কেমন যেন উদাসীন।
অজস্র নক্ষত্রবীথির
গতিপথ নির্ধারিত,
নদীগুলোও কেমন
একা একাই গন্তব্যে পৌঁছায়।
কেবল মানুষই
বার বার পিছু ফিরে চায়;
স্মৃতি বেদনায় হৃদয়ের
জলস্রোত শুধু ভেঙে পড়ে।
এক একটা মানুষ যেন
এক একটা গল্পের অধ্যায়।
খাঁ খাঁ জমি, ধু ধু মাঠ
অথবা কেউ কেউ অবিরাম
বৃষ্টিতে ভেজা তীর্থের কাক।
কেউ কেউ
অসমাপ্ত কাব্যলেখা,
অবিরাম দিনযাপনের
কেবলই উপাখ্যান।