“রথযাত্রা Special” কবিতায় বাপ্পাদিত্য রায় বিশ্বাস

মেলা

ছেঁড়া সুতোর মেলা
বাপ্পাদিত্য রায়বিশ্বাস
পুতুলের দোকানে ঢুকে
কোনটা কিনব ভাবি
মাছধরা বুড়ো, সুঠাম সৈনিক, টোপরওলা বর —
সবাইকে বড় চকচকে মনে হয়
এরা যেন নিমচেনা কোনো দেশে থাকে
বইয়ের দোকানে ঢুকে
মসৃণ মলাটের ছোঁয়া
অক্ষরে অক্ষরে এত সুষম বিন্যাস
আমাকে প্লাবিত করে —
এত ঘন পলিমাটি কোন ক্ষেতে লাগে ?
লেখার টেবিলে বসে
ঘন ঘন আসা যাওয়া চলতেই থাকে
কালি থাক বা না থাক পেনদানি খালি নেই
একটু বাদেই গায়ে কাঁটা দেয় —
যাপনের ভাঁজে ভাঁজে এত রথ ঘোরে !!?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।