কবিতায় মৌসুমী রায়

মোম আলোর  রূপকথা 

রুফটপ ক্যান্ডেললাইট ডেটিং
মুখোমুখি দুজনে…
মৃদু স্বরে ক্রিস এড গাইছেন,
হাউ ডিপ ইউ লাভ মি!
কতটা,ঠিক কতটা গভীর !
ভালোবাসো ?
কতটা গভীর ভালোবাসলে
ভাষারা নির্বাক হয় !
কতটা পথ চাইলে
শুধু চোখ কথা বলে !
আঙুলে আঙুল ছুঁয়ে দিলেই
বুঝি মন ছোঁয়া যায় !
বুঝিনি কোনদিন …
স্বপ্নেরা থাক মোমের আলোয়
সেই সাঁঝবাতির রূপকথা হয়ে
মুখোমুখি হয়তো অন্যকেউ
সেই রুফটপ
সেই ক্যান্ডেললাইট ডেটিং…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।