ঘুমিয়ে আছে কলকাতা
ঘুমিয়ে আছে একতারা
ঘুমিয়ে আছি তুমি আমি
ঘুমিয়ে আছে সন্ধ্যাতারা।।
ঘুম পাড়ানো সময় এখন
অবন ঠাকুর জীবনানন্দ
নন্দন এক দুই আর তিন
ঘুমিয়ে আছে আকাদেমি
ঘুমোয় এখন রবীন্দ্রসদন।।
শিশির মঞ্চ স্বপ্ন দেখে
সিগারেটে উঠবে ধোঁয়া
উঠবে তুফান চায়ের কাপে
ভালোবাসার বসবে আসর
কবির আসর জমজমাট।।
বিষাদ মাখা দীর্ঘ শ্বাসে
ঘুমিয়ে আছে কবিতারা
জিয়ন কাঠি মরণ কাঠি
অরুনকান্তি রাজকুমার
রাক্ষসেরা মরবে এবার
একতারাটা বাজিয়ে আবার
ঘুম ভাঙুক কলকাতার।।
দুঃস্বপ্ন কাটিয়ে উঠে
জাগবে আবার নন্দন
অবন ঠাকুর আঁকবে ছবি
জীবনানন্দ গাইবে গান
শিশির ভিজে কুঁড়িরা সব
উঠবে ফুটে রবীন্দ্রসদন
আকাদেমি তুলবে আওয়াজ
ভাঙোরে ভাঙো, ভাঙো শিকল।।