কবিতায় বিকাশ আদক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সঙ্গীত – ১
আমার চোখে নীল যমুনা, হৃদয়ে তাজমহল
বিরহের বেহাগ সুরে প্রেম-সমুজ্জ্বল।।
এমন ভালোবাসলে পরে বিরহ সখের আঁচল ধরে,
এমন চোখে চাইলে পরে তাজমহল সবাই গড়ে।
ও মন চলে বৃন্দাবনে…….
শুকসারী গুঞ্জন-বোল।।
জীবনের সপ্তসুরে যে সুখ বাঁধা আছে,
দুঃখের আঁচে পুড়লে তবে পরম কাছে আসে।
পরাজয় কিসের তবে এ মণিহার গৌরবেে;
এ মিলন অন্তবিহীন ফল্গু হয়ে বয় নীরবে।
অভিসারী মন যে তায়…….
বাঁধনহারা বাউল পাগল।।
সঙ্গীত-২
ওগো যামিনী, কেন মোহিনী আবেশে জাগো।
তন্দ্রা আসে নয়ন ভরে স্বপ্ন ছড়াও হৃদয় জুড়ে
মাতাল আবেশী তারা স্মৃতিদীপ জ্বালে…..
জাগো জাগো বলে জাগো।।
তোমার ওই আঁচলে কা’র ছায়া হাসি
মৃদু বাতাসে বাজে মধুর বাঁশি।
মর্মর নূপুর বনবীথি মাঝে রাজে,
প্রিয় আসে আসে প্রিয় ওই—-
জাগো জাগো বলে জাগো।।
শূন্যে নয়ন মেলে দেখি—-
জীবন গোধূলিতে তুমি সেই প্রিয় আজও একি!
নিশীথ নিশার নীরব গোপন মর্ম মাঝে
অপূর্ব লাবণ্য নিয়ে প্রেম অঞ্জলি ওই——-
জাগো জাগো বলে জাগো।।