আকাঙ্খা গুলো শুয়ে আছে রাস্তায়,
উলঙ্গ ——– নাম গোত্র হীন।
ভোজ বাড়ির এঁটো পাতার মতো ।
স্বপ্ন গুলো হয়ে গেছে মরুভূমি,
শুধু ই বালুকাময়।
উটের খুঁড়ে তার পথ চলা।
সামনে উঁচু উঁচু বালিয়াড়ি, দৃষ্টি যায় আটকে।
লাল কাপড়ের ষাঁড়ের লড়াই—-
টরেরোর মৃত্যু।
শুধু স্পেন নয় , ইতালি নয় গোটা বিশ্ব আজ
ভীত সন্ত্রস্ত।সব দরজা বন্ধ।
লক্ষ্মণের তীরের ফলা ভেসে যায় বাজারে বাজারে।
পেটের দোহাই দিয়ে মৃত্যুকে করি আহ্বান।
ভিক্ষুকের ছদ্মবেশে রাক্ষসের আগমনে
দূরত্ব টুকু খসে যায় সীতার মুষ্টি ভিক্ষা দানে।
যুযুৎসু কী হওয়া যায় ?
সমুদ্রের জলে ভেসে আসে শত শত মানুষের লাশ।
তবু———–
ইরাবানের মোহিনী আমি ,
নিশ্চিত মৃত্যু জেনে ও সহাস্যে পরিয়ে দিই বরমাল্য।
মন্দিরে মসজিদে পতপত করে উড়ে
বৈধব্যের সাদা থান।