কবিতায় দেবানন্দ মুখোপাধ্যায় by TechTouchTalk Admin · Published January 7, 2020 · Updated January 7, 2020 তীর্থের কাক এতো অবিশ্বাস নিয়ে বেঁচে থাকা, এতো বারুদ বুকের মধ্যে পাথরচাপা। অবিরাম দ্বন্দ্ব নিয়ে দু পা’র কেরামতি দেখাতে দেখাতে সরু এক চিলতে পথ পার হওয়া অনন্ত এই সময়। তবু সমুদ্রের উত্তালঢেউ পা ছুঁয়ে যখন চলে যায় ফিরে, অবিশ্বাসের বারুদ ভিজিয়ে, আবার সূর্যোদয়ের জন্য এ দু চোখ জ্বলজ্বল করে ওঠে! ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 সাপ্তাহিক ধারাবাহিক উপন্যাসে শুদ্ধেন্দু চক্রবর্তী (পর্ব – ২৬) June 8, 2021 by · Published June 8, 2021