কবিতায় গণেশ ভট্টাচার্য (কবিয়াল)
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
বালার্তি
কিবা রোষে গর্ভবাসে নাশ গো জননী?
পিতাসনে আবাহনে আনিলে অবনী৷
নই আমি রবাহূত
হই আমি আবাহূত
কি নিমিত্ত পরাহত আমি অভাগিনী?
কিবা রোষে গর্ভবাসে নাশ গো জননী?
জানি মাতা আমি সুতা সরলা অবলা,
তব পুতে না করিতে এত অবহেলা৷
নন্দে নাদে সাড়ম্বরে
নন্দনে বন্দিতে ঘরে
নবাঙ্কুরে অনাদরে কর দুয়োরাণী?
কিবা রোষে গর্ভবাসে নাশ গো জননী?
পিতা মম শিবসম কঠিন হৃদয়
মাতৃৃপাশে এই বিশ্বে সম সমুদয়৷
কেন মাতা দ্বিচারিতা?
যেন সতা এ দুহিতা,
ত্যজ দ্বিধা দ্বিবিধতা হয়োনা দ্বেষিণী৷
কিবা রোষে গর্ভবাসে নাশ গো জননী?
নিরাধার আত্মজার গতি মাতাপিতা৷
এ ক্ষৌণী চিরদিনই পুরুষ শাসিতা?
এই দুনিয়া দু নিয়া
নর নারী দুই নিয়া
স্নেহ দিয়া শিক্ষা দিয়া পাল গো নন্দিনী৷
কিবা রোষে গর্ভবাসে নাশ গো জননী?