কবিতায় উজ্জ্বল মল্লিক
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আমার
আমার –
দেশ আছে, ভূমি নেই,
শিক্ষা আছে,বুদ্ধি নেই,
মন আছে, বোধ নেই,
তন্ত্র আছে, মন্ত্র নেই,
বাক্য আছে,সার নেই।
আমার –
সবই আছে, কিছুই নেই,
আমিত্ব আছে, তুমিত্ব নেই,
ভূত আছে, ভবিষ্যৎ নেই,
হাহাকার আছে, শান্তি নেই,
উগ্রতা আছে, তিতিক্ষা নেই।