কবিতায় ইন্দ্রাণী বিশ্বাস মণ্ডল by · Published June 2, 2020 · Updated June 3, 2020 ঝড় ঝড় এসে নিয়ে গেছে সব যাবার ছিলই, আজ না হয় কাল তবু তো আঁকড়ে ছিলাম দেওয়াল খুঁটি ভেঙে ঝুলে ছিল কবেই বেঁধে রাখা ছিল আলুথালু নিবু প্রাণ। কালভৈরবী বেশে ভেঙে ফেলে আমফান তোমার দু’চোখ ক্রোধ জ্বলা অভিমান। বিপদ ঠেকাতে বিপদে পড়ে যে মাঝি তার খোঁজ রাখলো তেমন কই সময়ের কাছে সময় হেরেছে কিভাবে বলি আরও আরও বাঁচবই ? ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love