কবিতায় চিরন্তন ব্যানার্জি

আজো বাকি

ছোট ছোট কথা, ছেঁড়া ছেঁড়া সুর
দুহাতে ছুঁয়েছি মেঘলা দুপুর;
চেনা চেনা পথ হয়েছে সুদুর
আজো তো হয় নি যাওয়া।
আমার দুচোখে মায়ার কাজল,
ভেজা মাঠ জুড়ে পায়ে ফুটবল;
মাথা ঢেকে রাখা নরম আঁচল,
আজো তো হয়নি পাওয়া।
না পাওয়া স্বপ্ন না বলা গল্প,
চেনা রাস্তার চেনা প্রকল্প,
শীতলপাটির আরামে অল্প-
শরীরে দখিনা হাওয়া।
অন্ধকারের একা একা চলা,
শিখে গেছি আমি কত ছলা কলা;
রাইকিশোরীকে তবু বাকি বলা-
‘আজো ফুরায়নি চাওয়া’।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।