কবিতায় অরুণ সেনগুপ্ত

সময় 

সময় থামে না ঋতুচক্রে
গাছের বাকলে তার ছায়া
কতভাবে ধরি- যে আঁকড়ে
আদরের মাটি ছেনে, মায়া।
প্রসাধনে সাজি রঙ মেখে
আলপনা আঁকা স্বপ্ন স্বয়ং
যতদিন পারি সবুজে ঢেকে
আনন্দও কিছু থাক বরং।
কখন যাবে কে জানে ঠিক
বিছানায় শুয়ে-বসে কথা
জীবন হারিয়ে যাবে দিক
একা ঘরে ধূপ  নীরবতা।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।