কবিতায় অজিত গঙ্গোপাধ্যায়
শপথ নাও
এগিয়ে চলার শপথ নাও
দূর্বলের দূর্বলতা দূর করো
থামবে না শপথ নাও
দৃঢ় মানসিকতা তুলে ধরো
এগিয়ে চলার শপথ নাও
দরিদ্রের দারিদ্রতা দূর করো
থামবে না শপথ নাও
অক্ষমের অক্ষমতা শেষ করো
এগিয়ে চলার শপথ নাও
নিজের মহাশক্তি তুলে ধরো
থামবে না শপথ নাও
মানুষ হিসেবে কাজ করো
এগিয়ে চলার শপথ নাও
পিছিয়ে যাবে না ঠিক করো
থামবে না শপথ নাও
এগিয়ে যাবেই পণ করো
এগিয়ে চলার শপথ নাও
মাথা নত করবে না
থামবে না শপথ নাও
সম্মান হানি ভুলবে না
এগিয়ে চলার শপথ নাও
মানুষ হয়েই বেঁচে থেকো
থামবে না শপথ নাও
এগিয়ে চলার মন রেখো