কবিতা -তে মানবেন্দ্র সাহা

ফোকলা
আর এইখেনে পথ বাঁক নিতেচে বামদিকে। মড়া কৃষিক্ষেতের পাশে ফোকলা কাস্তের হাসি শুনতি শুনতি আমাদের ভোরবেলা ক্রমশ ডাগর হচ্ছে দিন দিন। ও কৃষাণী এবার হাঁড়ি চড়াও, এবার পাঁজর সুদ্ধ কাটা হাড়গুলো ঢুইক্যে দাও উনুনে। আমি দুইখান চ্যাঙ ছিঙুড়ি পাই কিনা দেখি বরঞ্চ। আর কদিনই বা মিঠে জলে দাঁত ক্যালাবো কও তো গিন্নি। সুমুদ্দুর যে ভাবে হাঁক দিচ্ছে ঘাড়ের কাছে! দেখবে একদিন ঐ নুন শুদ্ধ সুমুদ্দুরটাই হামলে পড়বে তোমার হাঁড়ির উপর এক জঠর খিদে নিয়ে। আর তখন আমাদের বোবাকালা কবিরাও দেখবে কেমন কবিতার মেশিন বেচে দিয়ে একজোড়া করে হালের বলদ কিনবে। আর ফোকলা কাস্তে তখন হেসে হেসে কইবে
–জ্বাল দাও গিন্নি, আজ সারাদিন জ্বাল দাও উনুনে। আমি বরঞ্চ দুইখান শিঙি বা মাগুর দেখি।