“আমি ও রবীন্দ্রনাথ” বিশেষ সংখ্যায় অনুপম দাশশর্মা
by
·
Published
· Updated
বৃক্ষের রবি বন্দনা
মন্ত্রোচারণের সমবেত ধ্বনি ছড়িয়ে পড়ছে ভূমন্ডলে
নীরব ভাষায় মুখর সেই মন্রে বিশ্বময়
বৃক্ষের সবুজ ফুলপল্লব
আর বাঙালির আটপৌরে খোলা উঠোনে এসে
ঠিকরে পড়েছে জ্যোতিস্কের মায়াময় আলো
আজকের এই প্রভাত বৈশাখের পঁচিশতম দিনের
সার্বজনীন আনন্দের শুভক্ষণ।
অমিত আহ্লাদে মন্ত্র পাঠ করে চলেছে দেবদারুগাছ
মানুষের অসহায় বন্দিত্বের কাছে অনুমতি নিয়ে
একে একে এগিয়ে এসেছে গাছেরা সমগ্রে
রবি বন্দনায়।