আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ সংখ্যায় চন্দ্রশেখর ভট্টাচার্য
by
·
Published
· Updated
একুশ মানে
একুশ মানে ভাষার জন্য
মৃত্যু তাজা প্রাণ,
একুশ মানে আমার অহংকার
একুশ মানে আমার সম্মান।
একুশ মানে পদার্পণ
সদ্য যৌবন,
একুশ মানে গাইতে পারি
সাম্যের জয়গান।
একুশ আমার মায়ের মতো
জাগায় সাহস,
মা বলতো লড়াই কর
ব্যর্থ না হোস।
একুশ মানে লিখতে শেখা নিজের ভাষায় কথা।
একুশ মানে ভুলিয়ে দেওয়া ব্যর্থতার ব্যথা।
একুশ মানে ভারতবর্ষ
একুশ মানে বাংলাদেশ,
একুশ মানে এপার ওপার
ঠিকানাহীন নিরুদ্দেশ।
একুশ মানে গঙ্গা পদ্মা
মাঝদরিয়ায় মাঝির হাঁক,
আমার ভাষা বাংলা ভাষা
মাতৃভাষা হয়েই থাক।
একুশ মানে রবীন্দ্রনাথ
একুশ মানে নজরুল ইসলাম,
একুশ মানে বিশ্বভাষার উদযাপন
বাংলাভাষা তোমায় জানাই প্রণাম সেলাম।