নন্দিতা ভট্টাচার্য মূলত অনুবাদক। কবিতা ও ছোট গল্পের চর্চাও করেন। তাঁর প্রকাশিত পাঁচটি বইয়ের মধ্যে দুটি অনুবাদ গ্রন্থ , একটি একক ও দুটি যৌথ কবিতার বই । একটি অনুবাদ উপন্যস যন্ত্রস্থ। ‘অর্ধেক আকাশ’- অনুবাদ ছোটগল্পের সংকলন। ‘ অন্যত্র বিরলা দেবী ‘ –অনুবাদ উপন্যাস ।
তেজীমালা
মূল অসমীয়া কবিতাঃ রফিকুল হুসেন বাংলা রূপান্তরঃ নন্দিতা ভট্টাচার্য
সূক্ষ্মভাবে সমাজ সচেতন কবি রফিকুল হুসেন একজন নাট্যকার । হুসেনের কবিতায় সমাজ জীবনের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি নাটকীয় রূপে ব্যঞ্জনাময় ।
(হাজার বুধেশ্বরীর ধর্ষণ এবং হত্যার করুণ স্মৃতিতে )